প্রাণ-আরএফএল গ্রুপ প্রোটন ব্র্যান্ডের মোবাইল ফোন উৎপাদনে আসছে

প্রাণ-আরএফএল গ্রুপ প্রোটন ব্র্যান্ডের মোবাইল ফোন উৎপাদনে আসছে

ভোগ্য পণ্যের পাশাপাশি এবার মোবাইল ফোন উৎপাদন এবং পোল্ট্রি ব্যবসা শুরু করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ - আরএফএল। এছাড়াও জুতো, গ্লাসওয়্যার ও গার্মেন্টস সহ বিভিন্ন খাতে নিজেদের ভালো অবস্থান তৈরি করতে আরও প্রায় ১৭০০ (এক হাজার সাতশত) কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের প্রথম সারির এ শিল্পগ্রুপ।


প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরো দাবি করা হয়, এই নতুন উদ্যোগ এর ফলে আরো ২০ (বিশ) হাজার লোকের কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি হবে।নরসিংদী জেলায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফিচার ও স্মার্ট ফোনের পাশাপাশি ব্যাটারি, হেডফোন, চার্জারসহ বিভিন্ন রকমের মোবাইল এক্সেসরিজ উৎপাদন করবে প্রাণ আরএফএল গ্রুপ।


নতুন ফোন ব্র্যান্ডের জন্য নামকরণ করা হয়েছে প্রোটন। নিজস্ব কারখানায় উৎপাদিত  এসব মোবাইল আগামী মার্চ মাস ২০২৩ হতে ক্রেতাদের হাতে তুলে দেয়ার জন্য শেষ মূহুর্তের কাজ চলছে। এছাড়াও গাজিপুর জেলার মুক্তারপুরে কালিগঞ্জ এগ্রো প্রসেসিং লিমিটেড নামে নতুন একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হচ্ছে ১৮০ (একশত আশি) বিঘা জমিতে ।


এখানে বিভিন্ন ধরণের ভোগ্যপণ্য উৎপাদিত হবে । এই বছরের শেষ নাগাদ এ কারখানা হতে উৎপাদিত পণ্য বাজারে আসতে পারে বলে জানা গেছে। প্রাণ আরএফএল গ্রুপের ৪০ (চল্লিশ) বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ সেমিনারে, প্রাণ গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল সাংবাদিকদের সাথে আলাপকালে আগামী দিনের ব্যবসায়ের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।


তিনি আরও জানান, কর্মসংস্থান তৈরির লক্ষ্যে রাজশাহী বিভাগের গোদাগাড়িতে নতুন একটি গার্মেন্টস কারখানা করেছে প্রাণ গ্রুপ যার উদ্বোধন করা হবে আগামী বছরের ফেব্রুয়ারিতেই। এখানে প্রাথমিক ভাবে গ্রামের নারী সহ ২৫০০ (দুই হাজার পাঁচশত) লোক কাজের সুযোগ পাবেন।

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন