স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দিল

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দিল

আগামী বছরের জুন মাসে অর্থাৎ ২০২৪ সালে ইফাদ গ্রুপ ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে ছাড়বে বলে প্রত্যাশা করছেন। আন্তর্জাতিক বাজারেও এই বাইক রপ্তানি শুরু করবে বলে জানান তিনি। ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ গণমাধ্যমগুলোকে জানিয়েছেন যে, ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ।


এর আগে, বাংলাদেশের বাজারে ১৬৫ সিসির বেশি ইঞ্জিন সক্ষমতার বাইকের অনুমোদন ছিল না । যার ফলে উচ্চক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলগুলো দেশের বাজারে আনতে পারেনি কোনো বাইক কোম্পানি। অনেক কোম্পানি এখন এ খাতে বিনিয়োগ করবে এই বাধা দূর হওয়ায় ।



রয়্যাল এনফিল্ড (Royal Enfield) এর সঙ্গে চুক্তির পর, ইফাদ গ্রুপ সরকারকে রাজি করানোর চেষ্টা করেছিল দেশের বাইকের ইঞ্জিনের ক্ষমতাসীমা বা সিসি বাড়ানোর জন্য । নতুন এ সিদ্ধান্তের পর ইফাদ গ্রুপ ছাড়াও অন্যান্য কোম্পানির উচ্চ সিসির বা উচ্চ ক্ষমতাসম্পূর্ণ বাইকও এখন স্থানীয় বাজারে প্রবেশ করতে পারবে বলে জানান তিনি।



তাসকিন আহমেদ আরো বলেন "আমাদের বিনিয়োগ এর পরে ২০২১ সালে শিল্প মন্ত্রণালয় প্রাথমিক উৎপাদনের জন্য অনুমোদন দেয় । তবে পুলিশ নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে স্থানীয় বাজারে তা বিক্রির অনুমতি দেয়নি । এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গিয়েছে।



ইফাদ মটরস এখন ৩৫০ (তিনশত পঞ্চাশ) সিসি এবং তার চেয়ে বড় ক্ষমতাসম্পূর্ণ ইঞ্জিনসহ জনপ্রিয় রয়্যাল এনফিল্ড বাইক তৈরি করতে চট্টগ্রাম এর মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে মোটরসাইকেল কারখানা স্থাপন করা শুরু করেছে ।



এদিকে দেশের ইয়ামাহা মোটরস এর একমাত্র উৎপাদন অংশীদার ও পরিবেশক এসিআই মোটরস এর ব্যবস্থাপনা পরিচালক এফএইচ আনসারি জানান, এটি বাংলাদেশের জন্য অনেক ভালো খবর। মোটরসাইকেল বা বাইকের সিসি যত বেশি হবে, নিরাপত্তা তত ভালো হবে । সিসি সীমা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে । অনুমোদনের ফলে দেশে বাইক বিক্রি বাড়বে এবং এ খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট পাবে ।



দেশের বাজারে ১৬৫ (একশত পঁয়ষট্টি) সিসির মোটামুটি সব বাইক রয়েছে । তবে ৩৫০ (তিনশত পঞ্চাশ) সিসি অনুমোদনের পর সব কোম্পানিগুলো ১৮০ থেকে ৩৫০ সিসির যেকোনো মোটরসাইকেল বা বাইক বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পারে ।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন